‘ডিজিটাল করোনা আপডেট সার্ভিস’ প্লাটফর্ম তৈরি করলো রবি

২ এপ্রিল, ২০২০ ১৯:৪২  
কোভিড-১৯ সনাক্তে দেশে প্রথমবারের মতো ব্যবহার হতে যাচ্ছে ক্রাউডসোর্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা। এ লক্ষ্যে সরকারের তথ্য-প্রযুক্তি বিভাগের এটুআই প্রোগ্রাম ও মন্ত্রিপরিষদের বিভাগ এবং স্বাস্থ্য অধিদপ্তরের অংশীদারিত্বে একটি শক্তিশালী ডাটা এনালিটিক্স সিস্টেম গঠন করেছে মোবাইল অপারেটর রবি। এই প্ল্যাটফর্মের মাধ্যমে ইমিগ্রেশেন এবং স্বাস্থ্য অধিদপ্তরের কল সেন্টার ৩৩৩, ১৬২৬৩ এবং ইউএসএসডি ৩৩৩২ এর নম্বরে কল করা গ্রাহকদের দেওয়া তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশে কোথায়, কি ধরনের করোনা পরিস্থিতি বিরাজ করছে সে সম্পর্কে সরকারকে তথ্য দেওয়া হবে। বৃহস্পতিবার (২ এপ্রিল) ডিজিটাল প্রেস কনফারেন্সে এই ‘ডিজিটাল করোনা আপডেট সার্ভিস’ প্লাটফর্মটির উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় রবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন আহমদ, এটুআই পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, ডিজি হেলথ আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন রবি'র হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শাহেদ আলম। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন,
আজ আমরা সামাজিক দূরত্ব বজায় রাখলেও বুদ্ধিবৃত্তিক ভাবে সংযুক্ত থেকেই কোভিড-১৯ এর বিরুদ্ধে যারা যা কিছু আছে তাই নিয়েই লড়াই করছি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের অনেক দেশেই করোনা প্রতিরোধে প্রযুক্তির সহায্য নেয়া হয়েছে। সেই লক্ষ্যেই সিঙ্গাপুরের আদলে সরকার ও স্বাস্থ্য বিভাগের জন্য‘ডিজিটাল করোনা আপডেট সার্ভিস’প্লাটফর্ম তৈরি করা হয়েছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য দিয়ে একটি ডিজিটাল ম্যাপিং ব্যবহার করে কোথা থেকে করোনা ছড়াচ্ছে তা সনাক্ত করার পাশাপাশি নীতি নির্ধারণে কাজ করবে। এতে ৯৫ শতাংশ সঠিক সিদ্ধান্ত মিলবে। তথ্য দিতে মোবাইল ফোন গ্রাহকদের কোনো খরচ হবে না। তারা বিনা মূল্যে ফোন করে তাদের মধ্যে করোনা ভাইরাসের কোনো উপসর্গ আছে কি না তা নিশ্চিত হওয়ার পাশাপাশি সহজেই চিকিৎসা সেবা পেতে পারবেন। যে কোনো মোবাইল অপারেটরের নম্বর থেকেই এই সেবা পাওয়া যাবে। প্লাটফর্মটি তৈরি হলেও এটি চালু হতে আরো কয়েকটি দিন সময় লাগবে।